আচমকা হাওয়া বদল! বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে লাল, কমলা ও হলুদ সতর্কতাও।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার লাল সতর্কতা জারি হয়েছে। হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূমে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে মৎসজীবিদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।