মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ভেস্তে যেতেই ফের মহামিছিলের ডাক দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জানা যাচ্ছে, রবিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল হবে।
শুধু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাই নন, এই মিছিলে সিনিয়র চিকিৎসকরাও যোগ দিতে পারেন। পাশাপাশি নাগরিক সমাজের কাছেও মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এখন দেখার এই মিছিল থেকে ঠিক কী কী দাবি তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা।