প্রমাণ লোপাট করে গোটা ঘটনা ‘ধামাচাপা’ দিতে চেয়েছিলেন সন্দীপ-অভিজিৎ! রবিবার আরজি কর কাণ্ডে আদালতে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে আদালতে সওয়াল করে সিবিআই।
তদন্তকারীদের দাবি, আরজি করের ঘটনার পর নিয়মিত যোগাযোগ ছিল সন্দীপ ও অভিজিতের মধ্যে। কীভাবে তথ্য-প্রমাণ লোপাট করে গোটা ঘটনা ধামাচাপা দেওয়া যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হয়েছিল। সন্দীপ ঘোষের কথা মতোই কাজ করেছিলেন টালা থানার ওসি। তাই তারা আরজি কাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, এমনটাই দাবি সিবিআইয়ের তদন্তকারীদের।