আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিমকোর্টে। আর তারআগেই ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার আহ্বান জানাল রাজ্য সরকার। সোমবার সকালল মুখ্যসচিবের তরফে ইমেইল মারফত জুনিয়র চিকিৎসকদের বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসার আহ্বান জানানো হয়েছে।
তবে চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই বৈঠকের কোনও লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ড করা যাবে না। বৈঠকের কার্যবিররণী বা মিনিটস ডাক্তারদের দেওয়া হবে। এখন দেখার এই বৈঠকে শেষপর্যন্ত অচলাবস্থার অবসান হয় কি না।