নিম্নচাপের জেরে লাগাতার ঝড়-বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। বিশেষ কাকদ্বীপ, নামখানা, সাগর, গোসাবার মত উপকূলবর্তী এলাকাগুলোতে নদীবাঁধ বিপজ্জনক অবস্থায় রয়েছে। উত্তাল সাগরের জলে নীচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ৬৪ জন মৎসজীবীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বিগত ৪৮ ঘণ্টা ধরে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমস্ত যোগাযোগ ব্যবস্থা। মনে করা হচ্ছে, দুর্যোগের জেরে হয়’তো কোনও খাঁড়িতে আশ্রয় নিয়েছেন মৎসজীবীরা। উপকূলরক্ষী বাহিনীর তরফে নিখোঁজ মৎসজীবীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।