শনিবার থেকে একটানা বৃষ্টি চলছে শহর কলকাতায়। কখনও জোরে, কখনও আস্তে, অঝোর বর্ষণে খানিকটা নাজেহাল আম জনতাও। সোমবার সকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদও।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।