গত দু’দিন ধরে প্রবল বর্ষণে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি! বিশেষ করে হুগলি, বীরভূম, বর্ধমান, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী জানান, জেলাশাসকদের ইতিমধ্যেই যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা বিধ্বস্ত এলাকাগুলো সরজমিনে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী ও সংশ্লিষ্ট এলাকার বিধায়কদেরও পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে।