Sambad Samakal

RG Kar: আরজি কর কাণ্ডে সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! কী পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের?

Sep 17, 2024 @ 3:00 pm
RG Kar: আরজি কর কাণ্ডে সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! কী পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের?

আরজি কর কাণ্ডে মঙ্গলবার সিবিআই রিপোর্ট জমা পড়ল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। আর সেই রিপোর্টেই রয়েছে সমস্ত ‘চাঞ্চল্যকর’ তথ্য! যা তদন্ত শেষ না হওয়ার আগে প্রকাশ্যে আনা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজের পর্যবেক্ষণে জানান, সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট মোটের ওপর সন্তোষজনক। এই রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। নির্যাতিতার মা-বাবার অভিযোগের সঙ্গে সিবিআইয়ের পর্যবেক্ষণ অনেকটাই মিলে যাচ্ছে। সিবিআইয়ের তদন্তকারীদের সঙ্গে কলকাতা পুলিশকেও সহযোগিতা করার নির্দেশ দিয়েঢ়ে সুপ্রিমকোর্ট।

Related Articles