আরজি কর কাণ্ডে ‘সুপ্রিম’ শুনানিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি! আইনজীবীকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
এদিনের শুনানিতে এক আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বলেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়। এধরনের কথা বললে আদালত থেকে বের করে দেওয়া হবে।