Sambad Samakal

Howrah: গৃহহীন ৪০ হাজার মানুষ! পুজোর আগে ‘ম্যানমেড’ বন্যায় জলবন্দি দক্ষিণবঙ্গ

Sep 19, 2024 @ 11:52 am
Howrah: গৃহহীন ৪০ হাজার মানুষ! পুজোর আগে ‘ম্যানমেড’ বন্যায় জলবন্দি দক্ষিণবঙ্গ

হাওড়ার উদয়নারায়ণপুরেই গৃহহীন আনুমানিক ৪০ হাজার মানুষ! ‘ম্যানমেড’ বন্যায় পুজোর আগে জলবন্দি দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ! জানা যাচ্ছে, বৃহস্পতিবার নতুন করে অবস্থার অবনতি হয়েছে হাওড়া জেলার আমতা, উদয়নারায়ণপুর, শিবপুর এলাকার।

ভিডিসির ছাড়া জলো ভেসে গিয়েছে ঘর, বাড়ি, চাষের ক্ষেত, মাছের ভেড়ি। বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদয়নারায়ণপুরের ১০টি গ্রাম পঞ্চায়েতের অন্তত ১১২টি গ্রাম এই মুহূর্তে জলের তলায় রয়েছে। তবে এদিন সকাল থেকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোয় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা।

Related Articles