Sambad Samakal

Mamata: পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হয়েছে! বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কী দাবি মমতার?

Sep 19, 2024 @ 1:37 pm
Mamata: পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হয়েছে! বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কী দাবি মমতার?

পরিকল্পনা করে বন্যার জলে ডোবানো হয়েছে বাংলাকে! বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে সংবাদমাধ্যমর সামনে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পাঁশকুড়ার বানভাসী মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। জেলা প্রশাসনের আধিকারিকদের আর্ত মানুষের জন্য সকরকমের সাহায্য করার নির্দেশ দেন।

মমতা বলেন, “ঝাড়খণ্ডকে বাঁচাতে পরিকল্পনা করে বাংলাকে ডোবানোর কাজ করেছে ডিভিসি। আজও জল ছেড়েছে। নীচু এলাকার মানুষগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। যাদের বাড়ি ভেঙেছে, যাদের চাষের জমি জলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিলা তৈরি লরতে বলা হয়েছে। সকলকে আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকবে রাজ্য সরকার।”

Related Articles