আরজি কর কাণ্ডে হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল ১১টায় বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে তলব করেছে সিবিআই। জানা যাচ্ছে, সিবিআইয়ের তদন্তকারীদের সামনে উপস্থিত হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন তিনি।
সিবিআই সূত্রে খবর, ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হবে মীনাক্ষীকে। কারণ ওই ঘটনার জেরে মীনাক্ষীর নামে আগেই এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে সিবিআই। ওই হামলার ঘটনায় বাম নেতা-কর্মীরা কি আদৌ জড়িত ছিল? সেক্ষেত্রে মীনাক্ষী সহ বাম নেতৃত্বের কও ভূমিকা ছিল? এই সমস্ত প্রশ্নই মীনাক্ষীর কাছে জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর।