ভোট পরবর্তী হিংসা মামলায় ‘সুপ্রিম’ ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। বাংলার আদালতে সুষ্ঠ ও নিরপেক্ষ বিচারের পরিবেশ নেই, তাই এই মামলার বিচারপ্রক্রিয়া ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে মামলা দায়ের করেছিল সিবিআই।
সেই মামলার সুপ্রিমকোর্ট জানায়, একটি রাজ্যের সামগ্রিক বিচারব্যবস্থা সম্পর্কে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা যায় না। বিশেষ করে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছ থেকে তা কাঙ্ক্ষিত নয়। কোনও এক জন জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, বলে তা মোটেই সামগ্রিক চিত্র নয়। এই পরিস্থিতিতে তড়িঘড়ি নিজেদের দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই।