আজ, শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধরনা তুলে নিয়ে, শনিবার থেকে জরুরি পরিষেবায় ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। তবে দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির পথে হাঁটা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন আন্দোলনকারীরা।
বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে জুনিয়র চিকিৎসকদের তরফে ইতিমধ্যেই ধরনাস্থল থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। চিকিৎসকদের দু’টি দলও বন্যা কবলিত এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আন্দোলনরকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “আমাদের নজর থাকবে ২৭ তারিখ সুপ্রিমকোর্টের শুনানির দিকে। বিচারের দাবি থেকে আমরা কোনও মতেই সরছি না। সঙ্গেই নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা যদি বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু আমরা ফের কর্মবিরতিতে সামিল হতে বাধ্য হব।”