Sambad Samakal

PM Modi: নিলামে উঠছে মোদির উপহার সামগ্রী! কিনতে পারবে আম জনতা

Sep 20, 2024 @ 10:30 am
PM Modi: নিলামে উঠছে মোদির উপহার সামগ্রী! কিনতে পারবে আম জনতা

নিলামে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার সামগ্রী! কিনতে পারবে আম জনতা! জানা যাচ্ছে, বিগত এক বছরে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া স্মারক, উপহার নিলামে তুলেছেন মোদি। নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যে কেউ সেই সামগ্রী কিনতে পারবে।

মোদি জানিয়েছেন, নিলামের মাধ্যমে সংগৃহীত অর্থ ‘নমামি গঙ্গে’ প্রকল্পে দান করা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ২ অক্টোবর পর্যন্ত।

Related Articles