Sambad Samakal

RG Kar: গুজরাতে সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষা! কী পরিকল্পনা সিবিআইয়ের?

Sep 20, 2024 @ 3:42 pm
RG Kar: গুজরাতে সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষা! কী পরিকল্পনা সিবিআইয়ের?

গুজরাতে নিয়ে গিয়ে আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষা করতে চায় সিবিআই! এমনই খবর সূত্রের। জানা যাচ্ছে, পলিগ্রাফ পরীক্ষায় সন্দীপের একাধিক বয়ানে অসঙ্গতির ঈঙ্গিত দিয়েছে দিল্লি এইমস। তারপরেই সন্দীপের নার্কো পরীক্ষা করাতে চায় সিবিআই।

জানা যাচ্ছে, দ্রুতই এই বিষয়ে শিয়ালদা আদালতে আবেদন জানানো হবে। আদালতের অনুমতি পেলে বাংলার বাইরে গুজরাতে নিয়ে যাওয়া হতে পারে সন্দীপকে। যদিও নার্কো পরীক্ষার বিষয়ে অভিযুক্ত ব্যক্তি রাজি হলে তবেই আদালত অনুমতি দেবে। প্রসঙ্গত, এরআগে ধৃত সঞ্জয় রাইয়ের নার্কো পরীক্ষা করার পরিকল্পনা থাকলেও অনুমতি দেয়নি আদালত।

Related Articles