Sambad Samakal

Dev: কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টারপ্ল্যান, বন্যা পরিস্থিতি ঘুরে দেখে কী দাবি দেবের?

Sep 22, 2024 @ 7:17 pm
Dev: কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টারপ্ল্যান, বন্যা পরিস্থিতি ঘুরে দেখে কী দাবি দেবের?

কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টারপ্ল্যান? রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বড় ঘোষণা করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। এদিন বানভাসী ঘাটালবাসীর জন্য ত্রাণ নিয়ে হাজির হন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান একটা বড় কাজ। ভোটের পরে মাত্র তিন মাস হয়েছে। ২০২৬-এর আগে কাজ শুরু না হলে ঘাটালে ভোট চাইতে আসব না। মমতা ব্যানার্জী কথা দিলে, কথা রাখেন। এখন মানুষ প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন। আমাদের সকলের কাজ তাদের পাশে দাঁড়ানো।”

Related Articles