আরজি কর কাণ্ডের জের! রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের পশ্চিমবঙ্গ শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক থেকে বের করে দেওয়া হল ৩ চিকিৎসককে! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এদিন পার্ক সার্কাসে মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বসে। বৈঠক শুরু হতেই হইচই শুরু পড়ে যায়।
তুমুল বিক্ষোভের মুখে শেষমেশ তিন চিকিৎসক তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়াঙ্কা রানা বৈঠকে যোগ না দিয়েই বেরিয়ে গিয়েছেন বলে খবর। সুত্রের খবর, এদিন দুপুরে আইএমএ-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেখানেই তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’র তাপস, জয়া ও কৃষ্ণা পৌঁছতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।