Sambad Samakal

Nurse: হাসপাতালে ঢুকে নার্সকে ‘আরজি কর’ করে দেওয়ার হুমকি! গ্রেফতার ১

Sep 22, 2024 @ 10:21 am
Nurse: হাসপাতালে ঢুকে নার্সকে ‘আরজি কর’ করে দেওয়ার হুমকি! গ্রেফতার ১

আরজি কর কাণ্ডে রাজ্য-রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই সরকারি হাসপাতালে ফের হুমকির মুখে নার্স! সরাসরি ‘আরজি কর করে দেব’ বলে হুমকি! পুলিশের হাতে গ্রেফতার ১।

জানা যাচ্ছে, ঘটনাটি মালদার চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালের। শনিবার এক রোগীর পরিবারের সদস্য কর্তব্যরত নার্সকে হুমকি দেন। এমনকী নিজের প্রভাব খাটিয়ে চাকরি কেড়ে নেওয়ারও হুঁশিয়ারি দেন। এরপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই নার্স। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।

Related Articles