Sambad Samakal

Durga Puja: ৮৫ হাজারের দশ গুণ করা হোক! পুজো অনুদান মামলায় কী অবস্থান হাইকোর্টের?

Sep 23, 2024 @ 2:28 pm
Durga Puja: ৮৫ হাজারের দশ গুণ করা হোক! পুজো অনুদান মামলায় কী অবস্থান হাইকোর্টের?

৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ গুণ করা হোক! যাতে পুজোর কাজে অনুদানের অর্থ ব্যবহার করা যায়। সোমবার দুর্গা পুজো অনুদান মামলায় রাজ্যকে তীব্র শ্লেষ ছুঁড়ে দিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি নিজের পর্যবেক্ষণে বলেন, অনুদানের পরিমাণ ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে অন্তত দশ গুণ করা হোক। কারণ ওই টাকায় প্যান্ডেল বা পুজোর কোনও কাজই সম্ভব নয়। বড় জোর একটা তাঁবু খাটাতে বা কার্যকরী সমিতির সদস্যদের কাজে লাগবে।

এরপরেই হাইকোর্ট নির্দেশ দেন, যেহেতু ইতিমধ্যেই অনুদান বণ্টন শুরু হয়ে গিয়েছে, তাই এই বিষয়ে আর নতুন করে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়।

Related Articles