রাজ্যে বন্যায় মৃত্যু হয়েছে ২৮ জনের! মঙ্গলবার বীরভূমে বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা অভিযোগ করেন, “ডিভিসি জল ছেড়ে মানুষ মারে, তাই ওদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এখন শুনেছি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক থেকে জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বেসরকারিকরণও হবে। ঝাড়খণ্ডকে বাঁচাতে প্রতিবার বাংলাকে ডোবানো হয়। এরকম বন্যা রাজ্যে সাম্প্রতিক অতীতে হয়নি।”