এখনও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র! রবিবার অচৈতন্য অবস্থায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মনোজ মিত্র।
হাসপাতাল সূত্রে খবর, এখনও বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হলেও আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। ভেন্টিলেশন সাপোর্ট এখনও দেওয়া হয়নি তাঁকে। সঙ্কটজনক পরিস্থিতির উন্নতিতে সবরকমের চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।