পুজোর সময়ে রাজ্যজুড়ে নিরবচ্ছিন্ন বিপুল বিদ্যুতের চাহিদা যোগান দিতে চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি, বৃহস্পতিবার রাজ্য বিদ্যুৎ পর্ষদের নিজস্ব হোয়াইটঅ্যাপ পরিষেবারও সূচনা করেন তিনি।
রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই পুজো কন্ট্রোল রুম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। যেকোনও প্রয়োজনে গ্রাহকরা সরাসরি অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন চব্বিশ ঘণ্টাই উপস্থিত থাকবেন বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য বিদ্যুৎ পর্ষদের পুজো কন্ট্রোল রুমের দুটি নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪। সিইএসসি পুজো কন্ট্রোল রুমের নম্বর হল ৯৮৩১০৭৯৬৬৬ ও ৯৮৩১০৮৩৭০০।
অন্যদিকে, রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের যে হোয়াটসঅ্যাপ পরিষেবা এদিন চালু হলো তার নম্বর হল ৮৪৩৩৭১৯১২১। এখানে গ্রাহকরা সরাসরি বিল সংক্রান্ত তথ্যাদি, বিল দেখা, বিলের কপি ডাউনলোড করা, বিল পেমেন্ট করার সুবিধা, নতুন কানেকশনের জন্য আবেদন করা, নতুন কোটেশনের পরিমাণ জানা সহ নো পাওয়ার কল ডকেট করতে পারা ও বিদ্যুৎ সুরক্ষা সংক্রান্ত সতর্কবিধির বিষয় জানতে পারবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “প্রতিবারের মতো এবারও বিদ্যুৎ পরিবার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী ও আধিকারিকগণ মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করবেন নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত পুজো সংগঠকরা যেন বিদ্যুৎ দপ্তরের থেকে সঠিক চাহিদা অনুযায়ী সংযোগ নেন ও যাবতীয় সুরক্ষা বিধি সংক্রান্ত নিয়মাবলি মেনে চলেন।”