Sambad Samakal

DVC: বন্যাত্রাণে ডিভিসির সাহায্য প্রত্যাখ্যান রাজ্যের! কী দাবি মন্ত্রী শোভনদেবের?

Sep 26, 2024 @ 6:20 pm
DVC: বন্যাত্রাণে ডিভিসির সাহায্য প্রত্যাখ্যান রাজ্যের! কী দাবি মন্ত্রী শোভনদেবের?

বন্যাত্রাণে ডিভিসির সাহায্য প্রত্যাখ্যান করল রাজ্য সরকার! এদিন কলকাতায় ডিভিসির দফতরের সামনে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত ইউনিয়নের কর্মীরা।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব বলেন, “মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ডিভিসির কাছ থেকে কোনও সাহায্য আমরা নেব না। ডিভিসিতে আমাদের ইউনিয়ন আছে। ডিভিসির কর্মচারীদের বেতন কাটতে দেবে না। বন্যা তো হয়েই গিয়েছে। মানুষ তো জলের তলায়। এখন টাকা দিয়ে কী হবে? তবে ডিভিসির কোনও কর্মচারী মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্য করতে চাইলে, তারা স্বাগত।”

প্রসঙ্গত, রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসি ও রাজ্য সরকারের সংঘাত কার্যত চরমে উঠেছে। বাংলার বন্যা পিড়িত মানুষের জন্য কর্নীদের এক দিনে বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করার ঘোষণা কটেছিল ডিভিসি। এদিন তাই প্রত্যাখ্যান করল রাজ্য সরকার।

Related Articles