Sambad Samakal

DVC: দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টি, ফের জল ছাড়ল ডিভিসি, ঘোরালো বন্যা পরিস্থিতি!

Sep 26, 2024 @ 12:09 pm
DVC: দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টি, ফের জল ছাড়ল ডিভিসি, ঘোরালো বন্যা পরিস্থিতি!

দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টির জের! বৃহস্পতিবার সকালে ফের জল ছাড়ল ডিভিসি! জানা যাচ্ছে, মাইথন জলাধার থেকে ১০ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে ১২ হাজার কিউসেক জল ছেড়া হয়েছে। সকাল ৮টার পরে দুর্গাপুর ব্যারাজ থেকেও ৩৬ হাজার ৫৫০ কিউসেক জল ছাড়া হয়েছে।

ফলে ডিভিসি নতুন করে জল ছাড়ায় কংসাবতী, হলদি ও রূপনারায়ণে জল বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার জনজীবন ফের বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

Related Articles