ফের নিজেদের সাত দফা দাবিতে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন আরজি করের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জানা যাচ্ছে, এদিন সকালে ইমেইল মারফত মুখ্যসচিবকে চিঠি দিয়ে দ্রুত দাবি পূরণের আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়ে নজরদারি চালানোর জন্য টাস্ক ফোর্স গঠন, অ্যান্টি র্যাগিং কমিটি গঠন, পর্যাপ্ত সিসি ক্যামেরা সহ মাট সাতটি দাবির কথা তুলে ধরা হয়েছে চিঠিতে। রাজ্য সরকারের প্রতিশ্রুতিমতো দ্রুত এই বিষয়ে পদক্ষেপের দাবি তোলা হয়েছে। এখন দেখার রাজ্য সরকারের তরফে এই চিঠির প্রেক্ষিতে ঠিক কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।