Sambad Samakal

Medicines: গুণগত মান পরীক্ষায় ‘ফেল’ প্যারাসিটামল, প্যান, ক্ল্যাভাম! আদৌ সারবে অসুখ!

Sep 26, 2024 @ 10:09 am
Medicines: গুণগত মান পরীক্ষায় ‘ফেল’ প্যারাসিটামল, প্যান, ক্ল্যাভাম! আদৌ সারবে অসুখ!

ওষুধের গুণগত মান পরীক্ষায় ‘ফেল’ প্যারাসিটামল, প্যান, ক্ল্যাভাম! আদৌ সারবে অসুখ! জানা যাচ্ছে, প্রতি মাসেই ওষুধের গুণমান পরীক্ষা করে সেন্ট্রাল ড্রাগস স্ট‌্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। সেই পরীক্ষাতেই মোট ৫৩টি ওষুধ গুণমান বজায় রাখতে ব‌্যর্থ হয়েছে বলে খবর।

যার মধ্যে প‌্যারাসিটামল ৫০০, ক্ল‌্যাভাম ৬২৫-এর মতো বহু পরিচিত অ্যান্টিবায়োটিক, প্যান-ডির মতো হজমের ওষুধও রয়েছে। এছাড়াও ক‌্যালশিয়াম, ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট, ডায়াবেটিসের ওষুধও গুণগত মান প্রমাণে ব্যর্থ হয়েছে। ফলে এই সমস্ত ওষুধ খেয়ে আদৌ অসুখ সারবে’তো? প্রশ্ন উঠছে আম জনতার মনে।

Related Articles