অসুস্থ হয়ে জেল হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল! জানা যাচ্ছে, বুধবার রাত থেকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে রয়েছেন তিনি। শিয়ালদা আদালত থেকে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন অভিজিৎ। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল রয়েছেন টালা থানার প্রাক্তন ওসি।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রমাণ লোপের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অভিজিৎ মণ্ডল। তাঁকে জেরা করে আরজি করের জঘন্য ঘটনার জট খুলতে চাইছেন তদন্তকারীরা।