Sambad Samakal

Tiljala: তিলজলা কাণ্ডে ১৮ মাসেই ফাঁসির সাজা! কী পর্যবেক্ষণ বিচারকের?

Sep 26, 2024 @ 4:59 pm
Tiljala: তিলজলা কাণ্ডে ১৮ মাসেই ফাঁসির সাজা! কী পর্যবেক্ষণ বিচারকের?

তিলজলা কাণ্ডে ১৮ মাসেই ফাঁসির সাজা! ২০২৩ সালের ২৬ মার্চ তিলজলায় এক সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খু*নের ঘটনা ঘটেছিল। সেই মামলায় বৃহস্পতিবার ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক।

এদিন আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য নিজের পর্যবেক্ষণে বলেন, “এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অমানবিক অত্যাচার চালানো হয়েছে। নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির। তাই দোষী প্রমাণিত ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত করা হল।”

Related Articles