ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম করে প্রতারণা! অভিযোগ খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জীর বিরুদ্ধে!
জানা যাচ্ছে, খোদ অভিষেকের অফিসের তরফে লিখিত এফআইআর দায়ের করা হয়েছে শেক্সপিয়ার সরণী থানায়। অভিযোগ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন ওই ব্যক্তি! যদিও এই বিষয়ে পুলিশের তরফে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।