পুজোর আগেই শহর কলকাতায় চলে এসেছে পদ্মার ইলিশ! শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে রূপোলি শস্য। তবে সেই স্বাদের ভাগ নিতে কার্যত নাভিশ্বাস ওঠার যোগার আম জনতার।
জানা যাচ্ছে, হাওড়ার পাইকারি বাজারে ৮০০ থেকে ১২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকায়। হাত ঘুরে স্থানীয় বাজারে সেই ইলিশের দাম পৌঁছবে ২ হাজার ২২০০ টাকায়। ফলে পুজোর আগে রসনা তৃপ্তি করতে ভালোই পকেটের রেস্ত খরচ করতে হবে।