Sambad Samakal

Weather: মেঘলা আকাশ, নিম্নমুখী তাপমাত্রার পারদ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

Sep 27, 2024 @ 8:29 am
Weather: মেঘলা আকাশ, নিম্নমুখী তাপমাত্রার পারদ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গত দু’দিনের তুলনায় সামান্য হলেও বৃষ্টির পরিমাণ কমবে। এর জেরে কার্যত এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদও।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।

Related Articles