Sambad Samakal

ZSI: গঙ্গাতীরে ‘স্বচ্ছতা অভিযানে’ জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া

Sep 27, 2024 @ 8:52 pm
ZSI: গঙ্গাতীরে ‘স্বচ্ছতা অভিযানে’ জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া

দেশজুড়ে চলা ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অঙ্গ হিসেবে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে গঙ্গা তীরে এক মহা সাফাই অভিযান চালানো হল শুক্রবার। ভারত সরকারের বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্ত জেডএসআই ও আই কিউ সিটি ওয়ার্ল্ড ইউনাইটেড স্কুল অফ বিজনেস যৌথ উদ্যোগে প্রিন্সেপ ঘাটে এই অভিযান চালানো হয়। প্রায় ৩০০ কর্মী এবং ছাত্র-ছাত্রী এই অভিযানে যোগ দেন।

এই সাফাই অভিযানের সূচনা করেন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং, বিশিষ্ট অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত ভাষণে ড. ধৃতী বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বচ্ছতা হি সেবা প্রকল্পে গত ১৭ সেপ্টেম্বর থেকে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। আর তারই অঙ্গ হিসেবে এই আয়োজন।”

Related Articles