শনিবার মালদায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর ত্রাণ বিতরণের সময়ে সরাসরি তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছেছিলেন ফিরহাদ। সেই সময়েই তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী। সরাসরি লাউডস্পিকারে মমতার কথা শোনান ফিরহাদ। মালদার ভূতনি ও গোপালপুরের মানুষের পাশে তাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এমনকী জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও দুর্গত মানুষের সাহায্যের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।