আচমকা রোদ আচমকা বৃষ্টি! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, দুর্গাপুজোর মধ্যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের জেলাগুলোতে। উত্তরের জেলাগুলোতে মহালয়া থেকেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।