বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকার পরে রবিবার বাড়ি ফিরছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। জানা যাচ্ছে, আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি মোটের ওপর স্থিতিশীল। তবে বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসারা।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েক দিন বাইপ্যাপ সাপোর্টে ছিলেন অভিনেতা মনোজ মিত্র। দীর্ঘদিন হাসপাতালে থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়, তাই বাড়িতেই বর্ষীয়ান অভিনেতাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে পুজোর আগেই বাড়ি ফিরছেন মনোন মিত্র।