Sambad Samakal

Durga Puja: নিরামিষাশী দেবী দুর্গা! নেই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী! কোথায় হয় এই পুজো?

Sep 29, 2024 @ 7:50 pm
Durga Puja: নিরামিষাশী দেবী দুর্গা! নেই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী! কোথায় হয় এই পুজো?

নিরামিষাশী দেবী দুর্গার সঙ্গে নেই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী! আবার মা দুর্গার চারটে হাত! এমনই দুর্গা প্রতিমার পুজো প্রচলিত রয়েছে দাসপুরের নাড়াজোল রাজবাড়িতে। প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে চলছে এই পুজো।

জানা যায়, জঙ্গলে শিকার করার পরে স্বপ্নাদেশ পেয়ে দেবী দুর্গার প্রতিমা খুঁজে পান বাড়ির কর্তা। তারপর থেকে সেই মূর্তিতেই পুজো হয়ে আসছে। দেবী নিরামিষাশী হওয়ায়, ভোগ হিসেবে দেওয়া নাড়ু, মুড়কি, লুচি, সুজি সহ বিভিন্ন পদ।

তবে এই বাড়ির পুজোর সমস্ত কাজ থেকে এখনও ব্রাত্য মহিলারা। রাজ পরিবারের কোনও মহিলাই পুজোর কাজ করতে পারেননা। এমনকী প্রসাদও গ্রহণ করতে পারেননা। আজও প্রচলিত রয়েছে এই রীতি।

Related Articles