রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে মোটের ওপর স্বাভাবিকই থাকবে আবহাওয়া পরিস্থিতি। দিনের বেলায় কড়া রোদের তেজে অস্বস্তিকর গরমের অনুভূতি থাকলেও, সন্ধ্যের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। এখনই একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।