স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার জের! অবশেষে সাগর দত্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে বাড়ানো হল নিরাপত্তা! জানা যাচ্ছে, হাসপাতাল আউটপোস্টে পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে ৪৪ করা হয়েছে।
যারা দিনরাত হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। যদিও নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধির পরেও নিজেদের অবস্থানে অনড় থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। রবিবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও।