Sambad Samakal

Amit Shah: অমিত শাহকে চিঠি আরজি করে নির্যাতিতার পরিবারের! কী আর্জি?

Oct 22, 2024 @ 2:03 pm
Amit Shah: অমিত শাহকে চিঠি আরজি করে নির্যাতিতার পরিবারের! কী আর্জি?

ন্যায় বিচারের দাবিতে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে আরজি করের নির্যাতিতার পরিবার! জানা যাচ্ছে, এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন আরজি করে নির্যাতিতার মা-বাবা। দিল্লিতে গিয়ে দেখার করার জন্য সময় চাওয়া হয়েছে তাঁর কাছে। এবার দেখার স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে গিয়ে নিজেদের ঠিক কী কী অভিযোগ তুলে ধরে নির্যাতিতার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে সুপ্রিমকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এখনও পর্যত ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে মূল অভিযুক্ত করেই আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা।

Related Articles