Sambad Samakal

Cyclone Dana: ঘূর্ণিঝড় ‘ডানা’র তাণ্ডবের আশঙ্কা! কতটা প্রস্তুত কলকাতা পুরসভা?

Oct 22, 2024 @ 3:59 pm
Cyclone Dana: ঘূর্ণিঝড় ‘ডানা’র তাণ্ডবের আশঙ্কা! কতটা প্রস্তুত কলকাতা পুরসভা?

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা! এই পরিস্থিতিতে যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলায় আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করল কলকাতা পুরসভা। সমস্ত পুর আধিকারিকদের ইতিমধ্যেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে। দুর্যোগের আবহে শহরে যাতে তড়িদাহত হয়ে প্রাণহানির ঘটনা না ঘটে, তার জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি কোথাও গাছ পড়লে দ্রুত তা সরানোর ব্যবস্থা করার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি বোরো অফিসে থাকবে বিশেষ প্রতিনিধি দল। কোনও প্রয়োজন হলেই যাতে পুরসভার প্রতিনিধি পাঠিয়ে পরিস্থিতির মোকাবিলা করা যায়, সে বিষয়ে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শহরে ভারী বৃষ্টিপাত হলে জল জমতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা খোলা থাকবে পুরসভার কন্ট্রোল রুম। সব রকম প্রস্তুতি রাখা হয়েছে পাম্পিং স্টেশনগুলিতে। পুর এলাকায় ৭৯টি নিকাশি পাম্পিং স্টেশন মিলিয়ে মোট ৪৫০টি পাম্প রয়েছে। সব পাম্পই ওই দুই দিন চালু রাখা হবে। সঙ্গেই জমা জল বের করার জন্য থাকছে অস্থায়ী পাম্পের ব্যবস্থাও।

Related Articles