বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। তাই বিপর্যয় মোকাবিলায় সমস্ত সরকারি কর্মচারীর ছুটি বাতিল করেছে ওড়িশা সরকার। অন্যদিকে, স্কুলগুলোকে টানা তিনদিনের ছুটি দেওয়া হয়েছে। পর্যটকশূন্য করা হচ্ছে পুরীকে। শুক্রবার পর্যন্ত পর্যটকদের পুরী আসতে বারণ করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরও বাতিল করা হয়েছে।
editor