কালীপুজোর আগেই খুলে যাবে কালীঘাটের স্কাইওয়াক! জানা যাচ্ছে, স্কাইওয়াকের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। উদ্বোধনের জন্য প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পেলেই কালীপুজোর আগে কালীঘাটের স্কাইওয়াক খুলে দেওয়া হতে পারে। কারণ এই প্রকল্পের সঙ্গে কার্যত জড়িয়ে রয়েছেন তাঁর আবেগ।