রাশিয়ায় ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন থেকেই রাশিয়ার কাজানে শুরু হচ্ছে পাঁচ দেশের জোটের এই শীর্ষ সম্মেলন। সূত্রের খবর, এই সফরেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারেন মোদি। যাত্রা শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, ভারত-রাশিয়ার ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ আরও শক্তিশালী করতেই এই সফর।
editor