ঘূর্ণিঝড় ‘ডানা’র তাণ্ডবের আশঙ্কায় বিমান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর।
জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত বিমান ওঠানামা। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসেবেই পদক্ষেপ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।