জলভাগ থেকে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার পরে পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না। একইভাবে হাসনাবাদ, নামখানা স্টেশন থেকেও শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।