ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আর হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সমস্ত আধিকারিকদের সতর্ক থেকে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
ঝড়ের ফলে কোথাও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করার পাশাপাশি প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম মজুত রাখারও নির্দেশ দেন মন্ত্রী অরূপ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোন বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে ডব্লুবিএসইডিসিএল ও সিইএসসি-র চব্বিশ ঘণ্টা কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা যাবে। ডব্লুবিএসইডিসিএল-এর হেল্পলাইন নম্বরগুলি হল, 8900793503 ও 8900793504। টোল ফ্রি নম্বর 19221, হোয়াটসঅ্যাপ নম্বর 8433719121।
সিইএসসি’র হেল্পলাইন নম্বরগুলি হল, 033 35011912, 033 44031912, 18605001912 ও 1912। হোয়াটসঅ্যাপ নম্বর হল, 7439001912।
রাজ্যস্তরের হেল্পলাইন নম্বর হল, 9831079666, 9831083700।