বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘ডানা’ এদিন থেকেই নিজের দাপট দেখাতে শুরু করবে। উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় উপকূলের সমস্ত জেলাতেই বিকেলের পর থেকে হাওয়া বদল হতে শুরু করবে। বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ‘ডানা’র ল্যান্ডফল হতে পারে। ফলে আগামীকাল থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ।