ঘূর্ণিঝড় ‘ডানা’ ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এদিন রাত থেকে বন্ধ থাকবে রেল, বিমান পরিষেবা। তবে কি স্বাভাবিক থাকবে কলকাতার মেট্রো রেল পরিষেবা?
বৃহস্পতিবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মেট্রো রেল কলকাতার লাইফলাইন। ঝড়ের সময়ে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে সকলের মনেই হাজার প্রশ্ন। আমি স্পষ্ট করে জানাতে চাই, মেট্রো পরিষেবা সমস্ত রুটেই একেবারে স্বাভাবিক থাকবে। কোথাও কোনও বদল করা হচ্ছে না।”