আজ মঙ্গলবার ধরতেরাস। ধনত্রয়োদশীতে কেনাকাটা এখন কার্যত রীতিতে পরিণত হয়েছে বাঙালি সমাজেও। তবে ধনতেরাসের দিন নির্দিষ্ট সময়ে কেনাকাটা করলেই না কি সুখ-সমৃদ্ধি পাওয়া যায়।
নেট মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, কেনাকাটার জন্য যে তিনটি মুহূর্ত সবচেয়ে শুভ তার একটি শুরু হচ্ছে সকাল ৬:৩১ মিনিট থেকে। শেষ হচ্ছে সকাল ১০:৩১ মিনিটে। দ্বিতীয় মুহূর্ত সকাল ১১.৪২ মিনিট থেকে দুপুর ১২.২৭ মিনিট পর্যন্ত থাকবে। তৃতীয় মুহূর্তটি গোধূলি বেলায়। শুরু ৫.৩৮ মিনিটে, শেষ সন্ধ্যা ৬.০৮ মিনিটে। ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্বন্তরির পুজোও করা হয়। তার জন্য শুভ সময় হল সন্ধ্যা ৬.৩১ মিনিট থেকে রাত ৮.৩১ মিনিটের মধ্যে।